হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ৪ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদরের নতুনহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শহরের নতুনহাট এলাকার ওবায়দুল ইসলামের ছেলে ও কিশোর গ্যাংয়ের প্রধান গোলাম রব্বানী (২৪), শান্তিনগর মহল্লার মতিয়ার রহমানের ছেলে শাহিন হোসেন (২৩), নতুনহাট শেখপাড়ার আলতাব আলীর ছেলে ফাহিম শেখ (২০) এবং একই এলাকার নজরুল শেখের ছেলে ইব্রাহীম হোসেন (২০)। 

এ বিষয়ে মেজর মোস্তফা জামান বলেন, গতকাল রাতে গ্রেপ্তার ব্যক্তিরাসহ সাত-আটজন মিলে জয়পুরহাট সদর থানার নতুনহাটের গরুহাটির একটি পরিত্যক্ত দোকানের পেছনে একত্র হন। গাঁজা ও ফেনসিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি আসামিরা পালিয়ে গেছেন। এ সময় তাঁদের কাছ থেকে ধারালো টিপ চাকু, ফেনসিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। রাতেই জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

মেজর মোস্তফা জামান আরও বলেন, আসামিরা সবাই কিশোর গ্যাং রব্বানী গ্রুপের সদস্য। গ্যাং লিডার গোলাম রব্বানীর নামে অস্ত্রসহ মোট চারটি মামলা চলমান। গ্রেপ্তার শাহিনের নামে একটি মামলা রয়েছে। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত