হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় নৈশপ্রহরী মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

বগুড়া প্রতিনিধি

বগুড়া কাহালুতে আব্দুল বাছেদ (৬১) নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। 

আজ সোমবার ভোরে বীরকেদার এলাকায় এবি গ্লাস ফ্যাক্টরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল বাছেদ ওই ফ্যাক্টরির নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি কাহালু থানার দামগাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গতকাল রোববার দুপুর দুইটা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত আব্দুল বাছেদ ফ্যাক্টরিতে ডিউটিরত ছিলেন। ভোর রাত ৪টার দিকেও সহকর্মীরা তাকে ডিউটিতে দেখেছেন। তিনি ডিউটি শেষে যে ঘরে ঘুমাতেন সেখানে সকালে তাঁর লাশ দেখতে পেয়ে ফ্যাক্টরি থেকে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও জানান, রোববার আব্দুল বাছেদ বেতনের ৮ হাজার টাকা নিয়েছেন। সেই টাকা তাঁর কাছেই ছিল। মরদেহ উদ্ধারের পর টাকা ও তাঁর মোবাইল ফোন পাওয়া যায়নি। গ্লাস ফ্যাক্টরির কোনো মালামালও খোয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল বাছেদের তিনজন সহকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল