নাটোরের বড়াইগ্রাম স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের একটি বাজারে এ ঘটনা ঘটে। আটক যুবকেরা হলেন, উপজেলার নগর ইউনিয়নের মেরীগাছা গ্রামের মানিক হোসেন ও মিলন হোসেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে একা পেয়ে মানিক ও মিলন উত্ত্যক্ত করছিলেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।