হোম > অপরাধ > রাজশাহী

মায়ের সঙ্গে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মায়ের সঙ্গে অভিমান করে ঘরের উঁচু আড়ায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী গ্রামে।

নিহত কলেজছাত্রী উপজেলার বফলগাড়ী গ্রামের মৃত মাছুম হোসেনের মেয়ে মারজুমা আক্তার মিম (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্রী মারজুমা আক্তার মিম এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কালাই সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার পড়ালেখার বিষয়ে মায়ের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। দুপুরে মেয়েকে বাড়িতে একা রেখে তাঁর মা বাজার করার উদ্দেশ্যে স্থানীয় পুনট হাটে বাজার করতে যান। বাজার শেষে বিকেলে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে বাইরে থেকে তাঁর মা মেয়েকে ডাকতে শুরু করেন। ঘর থেকে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি অন্য ঘর দিয়ে দেখেন ঘরের উঁচু আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়