হোম > অপরাধ > রাজশাহী

মায়ের সঙ্গে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মায়ের সঙ্গে অভিমান করে ঘরের উঁচু আড়ায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী গ্রামে।

নিহত কলেজছাত্রী উপজেলার বফলগাড়ী গ্রামের মৃত মাছুম হোসেনের মেয়ে মারজুমা আক্তার মিম (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্রী মারজুমা আক্তার মিম এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কালাই সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার পড়ালেখার বিষয়ে মায়ের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। দুপুরে মেয়েকে বাড়িতে একা রেখে তাঁর মা বাজার করার উদ্দেশ্যে স্থানীয় পুনট হাটে বাজার করতে যান। বাজার শেষে বিকেলে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে বাইরে থেকে তাঁর মা মেয়েকে ডাকতে শুরু করেন। ঘর থেকে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি অন্য ঘর দিয়ে দেখেন ঘরের উঁচু আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা