সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছা. শিল্পী খাতুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে এই কর্মসূচি পালক করা হয়।
শিল্পী খাতুনের বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্ত থাকা, এলাকার যুবসমাজকে বিপথগামী করা, চাঁদাবাজি, মাদক কারবার, বিভিন্ন কার্ড করে দেওয়ার নামে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকা থেকে তাঁকে উচ্ছেদের দাবিতে এই মানববন্ধন করা হয়।
বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেন রূপবাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, গ্রামপ্রধান মো. শাহজাহান, মো. ইকবাল, মো. ইসরাইল প্রমুখ। এ সময় তাঁরা শিল্পী খাতুনের অসামাজিক কাজে যুক্ত থাকাসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, শিল্পী খাতুন মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়ে ক্ষমতার অপব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজি, পুলিশি হয়রানি, দখলবাজি, মাদক কারবার, বাড়িতে বহিরাগত ও এলাকার যুবকদের দিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছেন। এলাকার যুবসমাজকে তিনি ধ্বংস করে চলেছেন।
এ সময় বক্তারা শিল্পী খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এলাকা থেকে উচ্ছেদের দাবি জানান। এ বিষয়ে জানতে শিল্পী খাতুনের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মেয়ে কেয়া বলেন, তাঁর মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রামবাসী তাঁর মাকে মেরে হাত-পা ভেঙে দিয়েছে। তাঁর মা এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন গ্রামবাসী তাঁদের বাড়ি লুটপাট করে জোর করে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জানতে স্থানীয় রূপবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুলকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার এ বিষয়ে বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে রূপবাটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছিল। এখন শিল্পী খাতুনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’