হোম > অপরাধ > রাজশাহী

ধুনটে আওয়ামী লীগ নেতাকে কোপাল হেলমেটধারী দুর্বৃত্তরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় নজরুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের ইছামতী নদীর আড়কাটিয়া সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইছামতী নদীর তীরে আড়কাটিয়া বাজার। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আড়কাটিয়া বাজারে একটি স্টলে বসে ইফতার করেন। এরপর বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেন। 

এমন সময় কয়েকজন হেলমেট ও কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত নজরুল ইসলামকে ধাওয়া করে। তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। আড়কাটিয়া সেতুর পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধরে ফেলে। রামদা দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘হেলমেট ও মুখোশ পরে থাকায় হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় পেলে মামলা করব।’ 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম