হোম > অপরাধ > রাজশাহী

ধুনটে আওয়ামী লীগ নেতাকে কোপাল হেলমেটধারী দুর্বৃত্তরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় নজরুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের ইছামতী নদীর আড়কাটিয়া সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইছামতী নদীর তীরে আড়কাটিয়া বাজার। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আড়কাটিয়া বাজারে একটি স্টলে বসে ইফতার করেন। এরপর বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেন। 

এমন সময় কয়েকজন হেলমেট ও কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত নজরুল ইসলামকে ধাওয়া করে। তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। আড়কাটিয়া সেতুর পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধরে ফেলে। রামদা দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘হেলমেট ও মুখোশ পরে থাকায় হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় পেলে মামলা করব।’ 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা