হোম > অপরাধ > রাজশাহী

পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় ছুরিকাঘাতে আব্দুল করিম (৬০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মনি সরদারকে (৫০)  আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে আটক মনি সরদার একই ইউনিয়নের আরিফপুর গ্রামের বাদশা সরদারের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মনি সরদার মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসীর বরাত দিয়ে তিনি আরও বলেন, সকাল থেকেই মনি সরদার একটি ছুড়ি নিয়ে এলাকায় ঘুরছিলেন। হঠাৎ করেই পাশের গ্রামের বাসিন্দা আব্দুল করিম রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে ছুরিকাঘাত করেন মনি সরদার। এ সময় আব্দুল করিমের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মনি সরদারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে এখনো কেউ অভিযোগ দেয়নি।’

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক