হোম > অপরাধ > রাজশাহী

নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে প্রক্সি দিতে এসে কারাগারে চিকিৎসক

রাবি প্রতিনিধি

নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে অসুস্থ সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন একজন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাঁকে আটক করা হয়।

ধরা পড়া ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে ডা. সমের রায় প্রক্সি দিতে এসেছিলেন। তাঁর মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ ছিল। তাঁকে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে থাকা চিকিৎসক গিয়ে দেখেও আসেন।

প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সমের খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিলেন, সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডা. সমের রায়ের আগে এদিন আরও তিনজন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাঁদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার