হোম > অপরাধ > রাজশাহী

দুর্গাপুরে অবাধে বিক্রি হচ্ছে লাইসেন্সবিহীন এলপি গ্যাস সিলিন্ডার

প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী): বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই রাজশাহীর দুর্গাপুরে মুদিদোকান থেকে শুরু করে সব ধরনের দোকানে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। প্রশাসনের নজরদারি না থাকায় যেখানে–সেখানে অবৈধভাবে মজুত করে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বেচাকেনা বাড়ছে। 

অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন হাটবাজারে বেশির ভাগ দোকানি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই এ ব্যবসা করছেন। পাড়া-মহল্লার মুদি দোকানেও মিলছে ঝুঁকিপূর্ণ এলপি সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার বেচাকেনারও অনুমোদন নেই। নেই দোকানে আগুন নির্বাপণ যন্ত্র। বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকারেরও ব্যবস্থা রাখা হয়নি। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ছোট দোকান, খুচরা বাজারের দোকান, রাস্তার পাশের দোকানগুলোতে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও এলপিজি সিলিন্ডার। এসব দোকানদার বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেননি। ব্যবসায়ীরা ঝুঁকি জেনেও সনদ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বেশির ভাগ দোকানি ব্যবসা পরিচালনার সাধারণ ট্রেড লাইসেন্স নিলেও ১০টির বেশি সিলিন্ডার মজুত রেখে বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এসব দোকানে শতাধিক সিলিন্ডার মজুত রেখে বিক্রি করলেও সনদ নেই। এক দোকানে নানা ব্র্যান্ডের এলপি গ্যাস বোঝাই সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও চা ও পানের দোকান ছাড়াও হার্ডওয়্যার, সিমেন্ট, মনিহারি ও মুদি সামগ্রী বিক্রির দোকানেও এলপি গ্যাস পাওয়া যাচ্ছে। 

দুর্গাপুর সদর বাজারে নাম না প্রকাশ করার শর্তে এক ব্যবসায়ী জানান, কয়েক বছর আগে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নিয়েছিলেন তিনি। বর্তমানে সেই লাইসেন্সের মেয়াদ শেষে হয়ে গেছে। প্রশাসনের তদারকি নেই বলে এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে এ ব্যবসা। ব্যাপক হারে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বাড়ছে। তবে এসব বিক্রিতে কারও বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেই বলেও জানান তিনি। 

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মাহাবুব আলম বলেন, `উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন যত্রতত্র ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। অনেকেরই বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেই। এসবের একটি তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরি হলে আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ তালিকা প্রেরণ করা হবে। এ বিষয়ে তখন তাঁরা পদক্ষেপ নেবেন।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, `পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রেতাদের কাছে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স করার জন্য নোটিশ পাঠানো হবে। কেউ তা না করলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'  

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়