চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজন (২৮) নামে এক ভ্যানচালককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজন উপজেলার দুলাহার গ্রামের রবিউল ইসলামের ছেলে রাজন। ওই স্কুলছাত্রী খ. ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাজার থেকে ওই ছাত্রী রাজনের ভ্যানে করে ভোলামোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই ভ্যানচালক স্কুলছাত্রীকে যৌন উত্তেজক ও আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ওই ছাত্রী ভোলামোড়ে ভ্যান থেকে নেমে তাঁর বাবাকে মোবাইলে বিষয়টি জানায়। পরে তার বাবা ও এলাকাবাসী এসে ভ্যানচালককে আটক রেখে পুলিশকে খবর দেয়।
নাচোল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা পায়। পরে তাঁকে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করানো হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, দোষ স্বীকার করায় এক মাসের কারাদণ্ড দিয়ে রাজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।