নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ১০০ গ্রাম হেরোইনসহ মো. মোখলেসুর (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার বিহারীপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. মোখলেসুরের বাড়ি পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল।
আজ মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, উদ্ধার করা হেরোইন বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন মোখলেসুর। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।