হোম > অপরাধ > রাজশাহী

নিয়ামতপুরে বিএম পরীক্ষা দিতে এসে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ভকেশনাল (বিএম) ২য় বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (২) পরীক্ষা দিতে আসা শ্যামপদ বর্মণ (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রবিবার সকালে নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্জুরুল আলম। গ্রেপ্তারকৃত শ্যামপদ বর্মণ নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের গাহৈল গ্রামের ভবেশ বর্মণের ছেলে। 

কেন্দ্র সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্জুরুল আলম ওই পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যায়। এ সময় আগে থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে চ্যালেঞ্জ করলে ওই পরীক্ষার্থী স্বীকার করেন কাকা কার্তিক বর্মণের বদলে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (ক) ধারায় তাৎক্ষণিকভাবে ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। 
 
কেন্দ্র পরিদর্শক টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ গোলাম শফি কামাল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখব। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে। আর কেউ যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সে জন্য সবাইকে সচেতন হতে হবে। যদি এ ধরনের আর কোনো অভিযোগ আসে তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু আছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার