হোম > অপরাধ > রাজশাহী

৪ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাঁচামাল বহনকারী পিকআপ ভ্যানে কৌশলে পাচারের সময় প্রায় ৪ হাজার পিস মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা দল। পিকআপটি রংপুর থেকে বগুড়ার দিকে আসছিল। এ সময় আবু বক্কর ও আল আমিন ওরফে শামীম নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) রাতে বগুড়া জেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানাতে মামলা করেন। 

মামলার এজাহারে বলা হয়, সন্দেহভাজন মিনি ট্রাকটিকে মহাসড়কে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। চালকের সিটের পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩টি কালো পলিথিনের পোটলায় বুপ্রেনরফিন যার বাণিজ্যিক নাম কুপিজেসিক ইনজেকশন। প্রতিটি পলিথিনে ২৫০ এ্যাম্পুল করে মোট ৩ হাজার ২৫০টি এ্যাম্পুল এবং অপর আরেকটি পলিথিন পোটলায় ২৫০টি ইনজেকশন পাওয়া যায়। 

মামলায় উল্লেখ করা হয়, এই চালানের সঙ্গে মূল কারবারিকে না পাওয়া গেলেও গাড়িচালক আবু বক্কর ও তার সহকারী আল আমিন ওরফে শামীমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। 

বিভাগীয় গোয়েন্দার প্রধান উপপরিচালক (ডিডি) জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের কাছে থেকে এই চালানের পেছনে কারা রয়েছেন। কোথায় থেকে আসছে তা বের করে প্রয়োজনে পরবর্তী অভিযান চালানো হবে। 

তবে সূত্র বলছে, ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ভয়াবহ মাদক হিসেবে পরিচিত। তীব্র ব্যথানাশক হিসেবে এক সময় এটি ব্যবহার হলেও মাদক কারবারিরা এখন পুরোপুরি ছড়িয়ে দিচ্ছে মাদক হিসেবে। বিশেষ করে প্যাথেড্রিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তাঁরা এ মাদকটি ব্যবহার করেন।

শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি নিয়ে যা বললেন রাকসুর জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক