হোম > অপরাধ > রাজশাহী

স্কুলছাত্রীকে নিয়ে পালাচ্ছিলেন দুই সন্তানের বাবা, মুচলেকায় মুক্তি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

ঘরে স্ত্রী ও দুই সন্তান রেখে এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আব্দুল মোমিন। গতকাল বুধবার রাতে মোটরসাইকেল যোগে নাটোরের লালপুর উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারি গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাঁদের তিনজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

আব্দুল মোমিন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মাহাবুল ইসলালের ছেলে। সাউন্ড সিস্টেমের ব্যবসা আছে তাঁর। আরেকজন পাইকপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে তসলিম উদ্দিন। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

পুলিশ জানায়, আব্দুল মোমিনের ঘরে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তান রয়েছে। স্থানীয় অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু তসলিম উদ্দিনের সহায়তায় মোমিন ওই স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার জন্য মোটরসাইকেল নিয়ে রাতে ছাতারির দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। উভয়ের অভিভাবকদের খবর দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান। 

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, ‘সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেয় তাঁরা। পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক