হোম > অপরাধ > রাজশাহী

বাড়িওয়ালাকে জিম্মি, ভাড়াটিয়া দুই বোন গ্রেপ্তার

প্রতিনিধি

নিয়ামতপুর (নওগাঁ): বাড়িভাড়ার টাকা না দিয়ে উল্টো বাড়িওয়ালাকে অপমান, হুমকি ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাড়াটিয়া নারীকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুলতানা বেগম (২৬) উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামের মো. আওয়ালের স্ত্রী, আর সেমি আক্তার (২৭) একই গ্রামের মো. হাসান সরদারের স্ত্রী। সেমি আক্তারের স্বামী বিদেশে থাকেন। সুলতানার স্বামী গ্রামে থাকলেও যোগাযোগ নেই। স্বামী–স্ত্রীর মধ্যে বিবাদ রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাপাষ্টিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাসুম আল সালেহীনের বাড়িতে সুলতানা বেগম ২০২০ সালের অক্টোবরে ৩ হাজার ৫০০ টাকা ভাড়ায় ফ্ল্যাটে ওঠেন। তাঁর সঙ্গে ওঠেন বোন সেমি আক্তার। কিন্তু এখন পর্যন্ত সুলতানা বেগম কোনো ভাড়া দেননি। ভাড়া চাইতে গেলে উল্টো বাড়িওয়ালাকে অপমান করে তাড়িয়ে দেন। কিছুদিন পরে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন সুলতানা বেগম ও তাঁর বোন সেমি আক্তার। চাঁদা না দিলে বিভিন্নভাবে হুমকিও দেন তাঁরা। মালিক গতকাল সোমবার থানায় তাঁদের নামে লিখিত অভিযোগ করেন। এরই ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় দুই বোনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, ‘ওই দুই নারী অনেক যুবককে ফাঁদে ফেলে টাকা আদায় ও চাঁদাবাজি করতেন বলে অভিযোগ পেয়েছিলাম। কিন্তু প্রমাণের অভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। গতকাল অভিযোগ ও প্রমাণ পাওয়ার পর আমরা তাঁদের গ্রেপ্তার করি। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার