হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জে সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নারগিস আরা বেগমের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নার্গিস রায়নগর মধ্য পাড়ার প্রয়াত আব্দুল কাদেরের স্ত্রী ও রায়নগর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য ছিলেন। 

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, স্বামী মারা যাওয়ায় নারগিস বাড়িতে একাই থাকতেন। তাঁর এক ছেলে হাফিজুর রহমান বর্তমানে কারাগারে আছেন আর ছেলের বউ বাবার বাড়ি থাকেন। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। তাঁরাও স্বামীর বাড়ি থাকেন। নার্গিস বেগমের সঙ্গে কারর দ্বন্দ্বও ছিল না। 

স্থানীয়রা জানান, নারগিস গত কয়েক দিন আগে বগুড়ার উপশহর এলাকার তাঁর ছোট মেয়ে তানিয়ার বাসায় যান। সেখান থেকে আজ বেলা ১১টায় গ্রামের বাড়িতে ফেরেন। সারা দিন ঘর থেকে বের না হতে দেখে দরজা খুলে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আজকের পত্রিকাকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার