হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার শেরপুরে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর 

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলায় প্রাচীন একটি কালীমন্দিরে দেবী কালীর প্রতিমা ভেঙেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দক্ষিণ ইন্ডিয়ান গ্রামের করতোয়া নদীর ধারে অবস্থিত মন্দিরে এই ঘটনা ঘটে। 

ভেঙে ফেলা দেবী কালীর প্রতিমার অর্ধেক অংশ মন্দিরের পাশে রিপন কুমার দাস (৩০) এর বাড়ির দরজার সামনে ফেলে যান দুর্বৃত্তরা। অন্য অংশ মন্দিরের ভেতরেই রেখে যান। মঙ্গলবার থানা-পুলিশ এবং শেরপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রিপন কুমার আজকের পত্রিকাকে বলেন, রাত ২টার পরে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হই। দরজা খুলেই কালী প্রতিমাকে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করি। এ সময় আশ পাশের লোকজন উঠে আসে। 

ওই গ্রামের গোসাই চন্দ্র দাস, অনিল চন্দ্র দাসসহ অনেকে আজকের পত্রিকাকে জানান, ব্রিটিশ আমল থেকে এখানে আমরা কালী পূজা করে আসছি। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। কেন আমরা এই কাজ করেছে তার কারণ জানেন না তারা। এমন ঘটনা এর আগে এই গ্রামে ঘটে নাই।   

গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

শেরপুর থানার পরিদর্শক (সার্বিক) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক