হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার শেরপুরে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর 

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলায় প্রাচীন একটি কালীমন্দিরে দেবী কালীর প্রতিমা ভেঙেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দক্ষিণ ইন্ডিয়ান গ্রামের করতোয়া নদীর ধারে অবস্থিত মন্দিরে এই ঘটনা ঘটে। 

ভেঙে ফেলা দেবী কালীর প্রতিমার অর্ধেক অংশ মন্দিরের পাশে রিপন কুমার দাস (৩০) এর বাড়ির দরজার সামনে ফেলে যান দুর্বৃত্তরা। অন্য অংশ মন্দিরের ভেতরেই রেখে যান। মঙ্গলবার থানা-পুলিশ এবং শেরপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রিপন কুমার আজকের পত্রিকাকে বলেন, রাত ২টার পরে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হই। দরজা খুলেই কালী প্রতিমাকে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করি। এ সময় আশ পাশের লোকজন উঠে আসে। 

ওই গ্রামের গোসাই চন্দ্র দাস, অনিল চন্দ্র দাসসহ অনেকে আজকের পত্রিকাকে জানান, ব্রিটিশ আমল থেকে এখানে আমরা কালী পূজা করে আসছি। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। কেন আমরা এই কাজ করেছে তার কারণ জানেন না তারা। এমন ঘটনা এর আগে এই গ্রামে ঘটে নাই।   

গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

শেরপুর থানার পরিদর্শক (সার্বিক) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত