হোম > অপরাধ > রাজশাহী

প্রথম স্ত্রীর মামলার পর আক্কেলপুর থানার ওসিকে প্রত্যাহার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মালেক ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। 

জেলা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রথম স্ত্রীর করা মামলার ঘটনায় তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ওসি সাইদুর রহমানের প্রথম স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গত ৯ জানুয়ারি ওসি সাইদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পরও তিনি আক্কেলপুর থানার ওসির দায়িত্ব পালন করেছেন। 

গত ৫ জুলাই থেকে ওসি সাইদুর রহমান ছুটিতে আছেন। মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানাজানির পর গত বুধবার সাইদুর রহমান জামিনের কপি তাড়াশ থানায় জমা দেন। সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘সাইদুর রহমান তাঁর মামলার জামিনের কপি বুধবার থানায় জমা দিয়েছেন।’ 

জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা ফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’ 

ওসি সাইদুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো জবাব দেননি। 

ওসির দায়িত্ব পাওয়া পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘ওসি স্যার ৫ জুলাই থেকে ১০ দিনের ছুটিতে আছেন। এখন ওসি স্যার থানায় নেই।’ ওসিকে প্রত্যাহার ও সংযুক্তির কিছুই তাঁর জানা নেই।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত