নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এ সময় মূর্তি পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর। অন্যজনের নাম জহুরুল হক (৪৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকা গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল আজ শনিবার দুপুর ২টার দিকে পুঠিয়ায় এই অভিযান চালায়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।