হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে মাছের সঙ্গে শত্রুতা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন রফিক খান ঝরু (৫০)। পুকুরে মাছের পোনা ছাড়া ও পরিচর্যা বাবদ পাঁচ লাখ টাকা খরচও করেছেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাঁর পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রাতেই শেষ হয়ে গেছে স্বপ্ন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কৃষক উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী রফিক খান ঝরুর দাবি, ছয় মাস আগে উপলশহর পূর্ব পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরশেদ আলীর চার বিঘা পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেন। পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। খাবারসহ পরিচর্যা বাবদ এরই মধ্যে পাঁচ লাখ টাকা খরচও হয়েছে তাঁর। রোববার সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন। একই সময় পুকুরের পানিতে বিষযুক্ত দ্রব্যের আলামত দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মাছ মরে ভেসে ওঠে।

রফিক খান আরও বলেন, `কিছুদিন পরেই মাছ বিক্রির উপযোগী হতো। বিক্রি করতে পারলে খরচ বাদে দুই লাখ টাকা লাভ হতো। এখন লাভ তো দূরের কথা ঋণ পরিশোধ করব কী করে। আমি তো কারও ক্ষতি করি নাই। আমার তো কোনো শত্রুতাও নেই। তাহলে কেন এমন কাজ করা হলো।'

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, `এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী