হোম > অপরাধ > রাজশাহী

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: দুই কিশোরকে ১০ বছরের আটকাদেশ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগে ১২ ও ১১ বছরের দুই কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। 

দণ্ডকালীন তাদের শিশু সংশোধনাগারে থাকতে হবে। এক কিশোর মামলার পর থেকেই পলাতক। অন্যজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাড়িল গ্রামে মাঠের মধ্যে ভুট্টা খেতে নিয়ে ওই প্রতিবন্ধী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে দুই কিশোর। ১ এপ্রিল ওই কিশোরীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠায়। পুলিশ তদন্ত করে ২০১৭ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। 

নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, একই সঙ্গে অভিযুক্ত দুজনকে নাবালক হওয়ায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অপরজন ২০১৭ সাল থেকে কারা ভোগ করায় এই সময় আটকাদেশের সঙ্গে সমন্বয় করা হবে।

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা