হোম > অপরাধ > রাজশাহী

বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে অর্থ গ্রহণ ও সাদা কাগজে স্বাক্ষরের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের দালালদের বিরুদ্ধে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ ও সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ এবং হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মো. সুজাব আলী (৩৫) ও মো. আলমগীর হোসেন (৩৬) শাহবন্দেগী ইউনিয়নের বাসিন্দা। তাঁরা স্থানীয়ভাবে নেসকোর টেকনিশিয়ান হিসেবে পরিচিত।

জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ও মির্জাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় ১০ বছর আগে বিদ্যুতের সংযোগ প্রদান করে নেসকো। সে সময় দালালদের মাধ্যমে লাখ লাখ টাকা নেওয়া হলেও ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটিতে সংযোগ দেওয়া হয়। সম্প্রতি সেই সব এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা শুরু হয়েছে। খুঁটির জন্য ঠিকাদারের প্রকৌশলী মামুন, উচরং গ্রামের সুজাব আলী ও আলমগীর রহমান গ্রাহকদের কাছ থেকে প্রায় ১২ লোখ টাকা উত্তোলন করেন।

এ বিষয়ে নেসকোর শেরপুরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বললে তিনি আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। শুধু তা-ই নয়, সুজাব ও আলমগীরের সঙ্গে নেসকোর কোনো সম্পর্ক নেই বলে জানান। তবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনে শেরপুরের নেসকো অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। প্রতিবাদে সোমবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন, গণস্বাক্ষরসহ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এতে সুজাব আলী ও আলমগীর রহমান আরও বেপরোয়া হয়ে ওঠেন। শুধু তাই নয়, গ্রামের কিছু মানুষের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করেন। স্বাক্ষর প্রদান করতে অস্বীকার করলে অভিযুক্তরা বিদ্যুতের খুঁটি তুলে নেওয়া ও সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বুধবার রাতে খোট্টাপাড়া গ্রামের মো. কফিল উদ্দিন (৫৯) শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত মো. সুজাব আলী বলেন, ‘আমরা কাউকে হুমকি দেই নাই। জনগণ ভালোবেসে আমাদের স্বাক্ষর দিয়েছে। আর এই স্বাক্ষর দিয়ে আমরা কী করব, সেটা আপনার জানার দরকার নাই।’

এ বিষয়ে শেরপুর থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরে মওলা বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকাজ শুরু করা হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার