জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের সময় রেজাউল করিম বাদশা (২২) নামের একজনকে আটক করে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানার পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম বাদশা কালাই উপজেলার পাঁচশিরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, অনেক দিন ধরে বাদশা ওই ছাত্রীকে বিয়ে করাসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে যায় সে। এ সময় ওই ছাত্রীর বাবা–মা বাড়িতে ছিলেন না। বাদশা বাড়িতে ঢুকে বিয়ের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ধর্ষণ করে বাদশা। এ সময় ছাত্রীর চিৎকারে পাশের বাড়ির লোকজন ও তার মা ওই সময় বাড়িতে আসেন। পাশের বাড়ির লোকজনসহ গ্রামবাসী বাদশাকে আটক করে থানায় খবর দিলে ক্ষেতলাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।