হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো আবিষ্কার করে পুলিশ। 

রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ বিকেল থেকে গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬ টা) বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ নিয়ে এ অভিযান চলছিল। 

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার। 

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল। অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার