হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো আবিষ্কার করে পুলিশ। 

রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ বিকেল থেকে গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬ টা) বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ নিয়ে এ অভিযান চলছিল। 

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার। 

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল। অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ