হোম > অপরাধ > রাজশাহী

পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।

ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি বাঘলবাড়ী গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে। 

মৃত হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুর রহমান স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় রমজান আলী তাঁকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত রমজান আলীকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু