হোম > অপরাধ > রাজশাহী

চাঁদা না পেয়ে ঠিকাদারের কর্মীকে জখমের অভিযোগে মামলা 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে উপজেলা মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের ম্যানেজারকে জখমের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুঠিয়া থানায় এ মামলা করেন হামলায় আহত আনোয়ার হোসেন।

গত ২০ অক্টোবর পুঠিয়া উপজেলা পরিষদ এলাকায় নবনির্মিত মডেল মসজিদে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অধীনে পুঠিয়ায় উপজেলা মডেল মসজিদ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আবুল হোসেন ট্রেডার্স। গত ২০ অক্টোবর দুপুরে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কিশোর গ্যাংয়ের সাত-আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন এলাকায় আসে। এরপর ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে রড দিয়ে ঠিকাদারের ম্যানেজার আনোয়ার হোসেনকে মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় শ্রমিকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। সেই সঙ্গে পুরো চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন কাজ বন্ধ রাখতে বলে হামলাকারীরা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় মডেল মসজিদের নির্মাণকাজে বাধা দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠিকাদারের ম্যানেজার গত সোমবার রাতে সাতজনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী