হোম > অপরাধ > রাজশাহী

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি (বগুড়া) শেরপুর  

বগুড়ার শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা–পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহাগ (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মজনু আকন্দের ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে শেরপুর উপজেলার শুভগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণ মামলায় বলা হয়, মো. সোহাগ শেরপুরের বোয়ালমারী এলাকায় মাটির কাটার কাজ করতেন। তিনি বাদীর বাড়িতে মেশিনের মবিল ও তেল রাখতেন। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা সোহাগ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে ফসলের খেতে ধর্ষণ করে রাস্তার পাশে রেখে যান। বাড়ির লোকজন মেয়েটিকে বিছানায় দেখতে না পেয়ে বাড়িতে ও চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাঁকে বাড়ির পাশেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শনিবার দিবাগত সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ ও ফসলি জমিতে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আজ রোববার এই মামলায় গ্রেপ্তারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার