হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, কবরস্থান থেকে লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তাজবীর হোসেন (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বগুড়া সদরের দশটিকা গ্রামের একটি কবরস্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত তাজবীর দশটিকা দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে। সে পেশায় ওয়ার্কশপের শ্রমিক ছিল।

তাজবীরের বাবা তাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে একই এলাকায় রফিকুল ইসলামের লেদ ওয়ার্কশপে কাজ করত। গতকাল সোমবার সকালে কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও সন্ধ্যা থেকে বন্ধ ছিল। রাতভর বিভিন্ন স্থানে সন্ধান করে পাওয়া যায়নি। সকালে গ্রামের একটি কবরস্থানে লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিনুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় গ্রামের লোকজন ছাড়াও ওয়ার্কশপ মালিক রফিকুল সেখানে উপস্থিত ছিলেন। রফিকুল পুলিশকে জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যার আগে কাজ শেষে তাজবীর সেখান থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত