হোম > অপরাধ > রাজশাহী

ঈশ্বরদীতে গভীর রাতে অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গতকাল রোববার গণমাধ্যমে পাবনা র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঈশ্বরদী শহরের স্টেশন রোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা ঈশ্বরদী শহরের বিভিন্ন রাস্তাঘাট ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান। এদের সবাইকে পাবনা আদালতে পাঠানো হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে