হোম > অপরাধ > রাজশাহী

ঈশ্বরদীতে গভীর রাতে অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গতকাল রোববার গণমাধ্যমে পাবনা র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঈশ্বরদী শহরের স্টেশন রোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা ঈশ্বরদী শহরের বিভিন্ন রাস্তাঘাট ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান। এদের সবাইকে পাবনা আদালতে পাঠানো হবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে