হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে জেলা নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে মামলা করেন। 

মামলার শুনানি শেষে বিচারক শেখ মো. নাসিরুল হক তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আদালতের পেশকার সাইদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সদর উপজেলার রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সোবহান ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দেন। ওই ছাত্রী বিষয়টি তার পরিবার ও প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক সরওয়ার জাহান এ বিষয়ে সহকারী শিক্ষককে শাসন করবেন বলে আশ্বাস দেন। 

এদিকে গত ২৮ আগস্ট বিদ্যালয়ে ক্লাস করাব অবস্থায় আব্দুস সোবহান অন্য একটি কক্ষে ডেকে নিয়ে মাছ কাটতে বলেন। শিক্ষকেরা স্কুলে রান্না করে খাবার খায়। ভুক্তভোগী ছাত্রী মাছ কেটে হাত পরিষ্কার করতে গেলে আব্দুস সোবহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে শিক্ষককে বস্ত্রহীন অবস্থায় দেখতে পায়। বিষয়টি স্কুল পরিচালনা পরিষদকে জানালে তাঁরা বিচারের আশ্বাস দেন। বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করা হয়। 

ঘটনার পর থেকে সহকারী শিক্ষক আব্দুস সোবহান পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্কুলশিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা