হোম > অপরাধ > রাজশাহী

নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে দুই দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নবজাতক চুরির বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রসব ব্যথা ওঠে। তখন স্বজনেরা তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। 

সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন হাসনা হেনা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ সময়েও না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায় কোনো চিকিৎসকের কাছে কোনো বাচ্চা নেওয়া হয়নি। 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। শিশুটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি।’ 

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও চাই এমন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। মা তার বাচ্চাকে ফিরে পাক।’

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী