হোম > অপরাধ > রাজশাহী

মসজিদে ইফতার বিতরণের সময় হামলা, আহত ৫

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ইফতার বিতরণকে কেন্দ্র করে নগরীর শিরোইল মোল্লা মিল এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় মুসল্লিসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিনহাজুল ইসলাম নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক দুরুল হোদা এ অভিযোগ করেছেন। তিনি অভিযোগে জানান, শিরোইল বড় রাস্তা মসজিদের তিনি একজন উপদেষ্টা। শুক্রবার মসজিদে ইফতারির আয়োজন করা হয়। মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ইফতারি বিতরণের সময় অমিত হাসান, মমিন ইসলাম, জয় ও শান্তর নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী কায়দায় মসজিদের ভেতরে ঢুকে পড়ে। তাঁরা ইফতার বিতরণকাজে নিয়োজিত যুবলীগ নেতা দুরুল হোদা ও তাঁর ছেলে মিনহাজুল ইসলামসহ মুসল্লিদের মারধর শুরু করে। 

ইফতারির সময় এমন আকস্মিক হামলায় মুসল্লিরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে মুসল্লিরা প্রতিরোধ করলে হামলকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে অমিত ইসলাম মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর গাড়িচালক বলে জানা গেছে। মুসল্লিরা জানান, ইফতার অনুষ্ঠানে নেতৃত্ব দিতে না দেওয়ায় ব্যক্তি আক্রোশে মসজিদে এই হামলা করা হয়েছে। এ হামলায় মিনহাজুল ইসলামের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘যুবলীগ নেতা দুরুল হোদা বাদী হয়ে মসজিদে ইফতারি অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী