হোম > অপরাধ > রাজশাহী

হেরোইন প্যাকেট করার সময় ‘কালামের’ ২ সহযোগী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হেরোইনসহ গ্রেপ্তারের পর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বেশ কয়েকবার জামিনেও বেরিয়েছেন। এখন আবার মাদকের কারবার চলছে আবুল কালাম আজাদের (৪৮)। রাজশাহীর গোদাগাড়ীর এই মাদক কারবারির ৭০০ গ্রাম হেরোইন প্যাকেটজাত করার সময় এবার গ্রেপ্তার হয়েছেন তাঁর দুজন সহযোগী। 

গ্রেপ্তার দুজন হলেন-গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি সাগরপাড়া মহল্লার আবদুস সালামের ছেলে মো. নাজমুল (৩০) ও সালামের জামাতা মো. জনি (২৪)। মাদক কারবারি আবুল কালাম আজাদের প্রতিবেশী আবদুস সালাম। এ ঘটনায় আবুল কালাম আজাদকে পলাতক আসামি করা হয়েছে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আবদুস সালামের বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে বিছানার ওপর কাগজে হেরোইন ঢেলে প্যাকেটজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালামের ছেলে নাজমুল ও জামাতা জনিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার ৭০০ গ্রাম হেরোইন, পরিমাপক যন্ত্রসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 

আটক জনি ও নাজমুল জিজ্ঞাসাবাদে জানান, এই হেরোইনের মালিক তাঁর প্রতিবেশী আবুল কালাম আজাদ। তিনি গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক কারবারি। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। গ্রেপ্তার জনি ও নাজমুলকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

পলাতক মাদক কারবারি আবুল কালাম আজাদ দীর্ঘ সময় ধরেই এ কারবারের সঙ্গে জড়িত। এর আগে, ১৯৯১ সালে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় হেরোইনসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৯৩ সালে ঢাকার গাবতলীর এক হোটেল থেকে হেরোইনসহ গ্রেপ্তার হন। পরে ২০০১ সালে সাভারে এক কেজি হেরোইনসহ যাত্রীবাহী বাস থেকে তিনি গ্রেপ্তার হন। 

 ১৯৯৩ সালের মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তখনও তিনি জামিনে বেরিয়ে যান। আবুল কালাম আজাদ বারবার জামিনে এসে জড়িয়েছেন তাঁর পুরোনো কারবারে। ২০১৭ সালে মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোদাগাড়ীর মহিষালবাড়িতে আবদুর রাজ্জাক নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম