হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. মুহায়মেনুল ইসলাম সাবা (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মুহায়মেনুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার রূপপুর হরিরামপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। 

এ বিষয়ে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডলের নেতৃত্বে গতকাল উপজেলার ধরবিলা মধ্যপাড়া গ্রামের ফিরোজের মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় বাঘা থেকে বনপাড়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মুহায়মেনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

সহকারী পরিচালক আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক মো. রিয়াদ আরফিন পালিয়ে যায়। তবে মাদক বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।  

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড