হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড  দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওয়ালিয়া মণ্ডলপাড়ায় আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। চিনি, রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির অপরাধে আবুল কালাম (৬০), আসানুর (৩৫) ও রায়তুল্লা শাহকে (৪৫) আটক করা হয়। এ সময় ৯ বস্তা চিনি, ২৩ কনটেইনার ভেজাল গুড়, এরারুট, ফিটকারি ও রং জব্দ করা হয়।

ইউএনও শামীমা সুলতানা বলেন, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ২০০৯/৪২ ধারা অনুযায়ী তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ভেজাল গুড়, রং ও কেমিক্যালসহ কারখানায় ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার