হোম > অপরাধ > রাজশাহী

চারঘাটে ঘুষ নেওয়া সেই তহসিলদার বরখাস্ত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের আলোচিত সেই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশীদের সেবার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। 

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায়। 

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকে আব্দুস সাত্তারের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভূমি কার্যালয়ের ভেতরের ও বাইরের সেই সব ভিডিওতে একই ব্যক্তিকে ঘুষের টাকা নিয়ে দর-কষাকষি ও টাকা নিয়ে পকেটে ঢোকাতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ভিডিওর ব্যক্তিটি আব্দুস সাত্তার বলে নিশ্চিত করেন। 

সেই ভিডিওর সূত্র ধরে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের পত্রিকার প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক অফিস আদেশে সরদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাময়িক বরখাস্তের বিষয়ে অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’