হোম > অপরাধ > রাজশাহী

চারঘাটে ঘুষ নেওয়া সেই তহসিলদার বরখাস্ত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের আলোচিত সেই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশীদের সেবার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। 

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায়। 

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকে আব্দুস সাত্তারের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভূমি কার্যালয়ের ভেতরের ও বাইরের সেই সব ভিডিওতে একই ব্যক্তিকে ঘুষের টাকা নিয়ে দর-কষাকষি ও টাকা নিয়ে পকেটে ঢোকাতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ভিডিওর ব্যক্তিটি আব্দুস সাত্তার বলে নিশ্চিত করেন। 

সেই ভিডিওর সূত্র ধরে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের পত্রিকার প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক অফিস আদেশে সরদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাময়িক বরখাস্তের বিষয়ে অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী