হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহী অঞ্চলে মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী অঞ্চলে মাদকের কারবার কোনোমতেই কমছে না। প্রায় প্রতিদিনই মাদক চোরাচালানের সময় কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। উদ্ধার হচ্ছে হেরোইন, শত শত বোতল ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য। কিন্তু হেরোইনের গডফাদাররা গ্রেপ্তার না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

এ অবস্থায় করণীয় নির্ধারণ করতে আজ শনিবার রাজশাহী আসছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সবুর মণ্ডল। বিকেল ৩টায় তিনি জেলা প্রশাসন, অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাজশাহী অঞ্চলে মাদকের বিস্তারের মধ্যে খুবই উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে হেরোইন। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় হেরোইন ঢোকে রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে। এসব এলাকায় কয়েক শ মাদক কারবারি একেবারেই শূন্য থেকে কোটিপতি বনে গেছেন কয়েক বছরের মধ্যে। 

হেরোইন রাজশাহী সীমান্ত দিয়ে ঢুকে দেশের নানা প্রান্তে চলে যায়। আর ইয়াবা রাজশাহীতে আসছে কক্সবাজার হয়ে। ইয়াবারও বড় বড় চালান ধরা পড়ছে রাজশাহীতে। দেশের নানা প্রান্ত থেকে রাজশাহীতে আসা মণে মণে গাঁজাও ধরা পড়ছে। এসব মাদকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালাচ্ছে র‍্যাব। দু-এক দিন পরপরই এক-দুই কেজি হেরোইনসহ র‍্যাব মাদক বহনকারীদের গ্রেপ্তার করছে। পুলিশও মাঝে মাঝে হেরোইনের চালান ধরছে। কিন্তু এঁদের প্রায় প্রত্যেকেই বাহক।  মাদকের গডফাদাররাই থেকে যান ধরাছোঁয়ার বাইরে।
এদিকে সীমান্তপথে মাদক দেশে ঢুকলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব চালান ধরতে পারে না।  বেশির ভাগ অভিযানেই বিজিবি কোনো আসামি ধরতে পারে না। 

মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বড় দায়িত্ব থাকলেও মাদক উদ্ধারের ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে পিছিয়ে তারা। এ নিয়ে বরাবরই সমালোচনা আছে রাজশাহীতে। অধিদপ্তরের মাদক ব্যবসায়ীদের হালনাগাদ ডেটাবেস তৈরির নির্দেশ দিলেও তা পূর্ণাঙ্গ হয়নি। এ অবস্থায় অধিদপ্তরের মহাপরিচালক আজ রাজশাহী আসছেন। সভায় মাদক পরিস্থিতির সার্বিক বিষয় নিয়েই আলোচনা করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী উপ-অঞ্চলের উপপরিচালক লুৎফর রহমান বলেন, ‘আমরা সব সময় মাদকের বিরুদ্ধে তৎপর থাকি। গোয়েন্দারা মাঠে কাজ করেন। মাদক চোরাচালানের খবর পেলেই অভিযান চালানো হয়। তার পরও মাদক ব্যবসা আশানুরূপ কমেনি। এর জন্য সব বাহিনীকেই কাজ করতে হবে। বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই অধিদপ্তরের মহাপরিচালক রাজশাহীতে আসছেন।’

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক