হোম > অপরাধ > রাজশাহী

সাঁথিয়ায় ডাকাতি হওয়া গরু উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার ও বিদেশি অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এর আগে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনার ফরিদপুর উপজেলার নেচরাপাড়া গ্রামের রোকন মোল্লা (২৮), বিলচান্দক গ্রামের আল আমিন (২০), চাটমোহর উপজেলার দোলং গ্রামের সিহাব উদ্দিন (২৬), সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৩৭), কোরবান আলী (৪৮) ও একডালা গ্রামের কামরুল ইসলাম (২৮)। তাঁদের মধ্যে রোকনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ ১৯টি মামলা; সিহাবের বিরুদ্ধে ৩টি চুরি ও ডাকাতি মামলা এবং আল আমিনের বিরুদ্ধে ২টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। 

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাতে সাঁথিয়ার নাগডেমরা ভিটাপাড়া এলাকার মোতালেব হোসেন নিজের বাগানে ১০টি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে একদল ডাকাত অস্ত্রের মুখে মোতালেবসহ তিনজনকে ভয়ভীতি দেখিয়ে হাতমুখ বেঁধে ১০টি গরু ও ২টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। 

পুলিশ সুপার আরও বলেন, গতকাল সাঁথিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন ভুক্তভোগী খামারি মোতালেব। মামলার পর দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেপ্তার ও ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের