হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে তিনটি পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান তিনটি পরিচালনা করেন।

আজ সোমবার সকালে পুলিশ ও র‌্যাবের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীর তারেক রহমান (৩২), ছোটবনগ্রাম পূর্বপাড়ার সুরুত জাহান আক্তার (২৮), চারঘাটের মাড়িয়া গ্রামের শাহাদৎ ইসলাম (৩৮), একই গ্রামের সাহাজ আলী (৩২), ইউসুফপুর গ্রামের মোক্তার হোসেন (২৮) ও রিফাত আলী (২১)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে ডিবি পুলিশ নগরীর বারো রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তারেক রহমান ও সুরুত জাহানকে গ্রেপ্তার করেন। 

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে চারঘাটের মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন ও সাহাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে বিকালে চারঘাটের শ্রীখণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মানিক মোল্লা ও রিফাত আলীকে গ্রেপ্তার করা হয়।

এই ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী