রাজশাহী: রাজশাহীতে তিনটি পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান তিনটি পরিচালনা করেন।
আজ সোমবার সকালে পুলিশ ও র্যাবের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীর তারেক রহমান (৩২), ছোটবনগ্রাম পূর্বপাড়ার সুরুত জাহান আক্তার (২৮), চারঘাটের মাড়িয়া গ্রামের শাহাদৎ ইসলাম (৩৮), একই গ্রামের সাহাজ আলী (৩২), ইউসুফপুর গ্রামের মোক্তার হোসেন (২৮) ও রিফাত আলী (২১)।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে ডিবি পুলিশ নগরীর বারো রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তারেক রহমান ও সুরুত জাহানকে গ্রেপ্তার করেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে চারঘাটের মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন ও সাহাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে বিকালে চারঘাটের শ্রীখণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মানিক মোল্লা ও রিফাত আলীকে গ্রেপ্তার করা হয়।
এই ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।