হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ৬৮০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া র‍্যাব-১২। উপজেলার সাজাপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের মানিক মিয়া (৩১), কাহালু উপজেলার সারাই গ্রামের মাহবুবুল আলম (৫১) ও সাগাটিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৭)। 

শনিবার দুপুরে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাস গত শুক্রবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় আয়াত হোটেলের সামনে থামানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাসের ওই তিন যাত্রীকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ১০ হাজার ৬৮০ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গ্রেপ্তার তিনজনের নামে র‍্যাবের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, মাইক্রোবাস কেনার জন্য তিনজন চট্টগ্রাম যান। দরদামে না মেলার কারণে মাইক্রোবাস না কিনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়ি ফিরে আসছিলেন। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, তাঁরা গাড়ি কেনার কথা বললেও তিনজনের নামেই গাবতলী ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন