হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ৬৮০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া র‍্যাব-১২। উপজেলার সাজাপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের মানিক মিয়া (৩১), কাহালু উপজেলার সারাই গ্রামের মাহবুবুল আলম (৫১) ও সাগাটিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৭)। 

শনিবার দুপুরে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাস গত শুক্রবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় আয়াত হোটেলের সামনে থামানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাসের ওই তিন যাত্রীকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ১০ হাজার ৬৮০ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গ্রেপ্তার তিনজনের নামে র‍্যাবের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, মাইক্রোবাস কেনার জন্য তিনজন চট্টগ্রাম যান। দরদামে না মেলার কারণে মাইক্রোবাস না কিনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়ি ফিরে আসছিলেন। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, তাঁরা গাড়ি কেনার কথা বললেও তিনজনের নামেই গাবতলী ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে।

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে