হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ১০ হাজার ৬৮০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া র‍্যাব-১২। উপজেলার সাজাপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের মানিক মিয়া (৩১), কাহালু উপজেলার সারাই গ্রামের মাহবুবুল আলম (৫১) ও সাগাটিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৭)। 

শনিবার দুপুরে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাস গত শুক্রবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় আয়াত হোটেলের সামনে থামানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাসের ওই তিন যাত্রীকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ১০ হাজার ৬৮০ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গ্রেপ্তার তিনজনের নামে র‍্যাবের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, মাইক্রোবাস কেনার জন্য তিনজন চট্টগ্রাম যান। দরদামে না মেলার কারণে মাইক্রোবাস না কিনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়ি ফিরে আসছিলেন। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, তাঁরা গাড়ি কেনার কথা বললেও তিনজনের নামেই গাবতলী ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম