হোম > অপরাধ > রাজশাহী

পিস্তলধারী ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, খুঁজছে পুলিশ

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে পিস্তল হাতে এক ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। তবে আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের ওই ছাত্রলীগ নেতার দায়িত্ব নিচ্ছেন না স্থানীয় নেতারা। যদিও অভিযোগ রয়েছে, নেতাদের ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। 

ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক। 

খোঁজ নিয়ে জানা যায়, আবু বক্কার সিদ্দিকী পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে। 

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে থাকা সুবিধাভোগী আবু বক্কার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান নেতারা। 

এ ব্যাপারে জানতে চাইলে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনব। এরই মধ্যে ফোর্স মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার