হোম > অপরাধ > রাজশাহী

স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিগারেটের ছ্যাঁকা দিয়ে এক কিশোরকে নির্যাতনের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মেহেদী পলাশ (২৫)। গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামে তাঁর বাড়ি। আজ শনিবার বেলা ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত বুধবার (৭ সেপটেম্বর) সামিউল আলম (১৬) নামে এক স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং গোদাগাড়ী পৌরসভার গড়েরমাঠ মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। নির্যাতনের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় ওই দিন মামলা করেছিলেন ভুক্তভোগীর মা হালিমা বেগম। পরে আজ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা-পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী সামিউলকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুনেছিলাম, সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মামলার পলাতক অন্য পাঁচ এজাহারভুক্ত আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নির্যাতনের পর সামিউল আলম জানায়, মেহেদী পলাশের সঙ্গে তার চাচাতো বোন কথা বলত। সামিউল তার বোনকে মেহেদীর সঙ্গে কথা বলতে বারণ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে গোদাগাড়ীর ফায়ার সার্ভিসের মোড় থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে তাকে মারধর করে। পরে আবার মোটরসাইকেলে তুলে লস্করহাটি গ্রামের একটি ইটভাটায় নিয়ে ছয়-সাতজন মিলে তাকে নির্যাতন করে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। চড়-থাপ্পড়সহ লাঠি দিয়ে মারধর করা হয়। নির্যাতনের পর সামিউলকে দিয়েই তার বন্ধুদের ফোন করে ডেকে আনা হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা