হোম > অপরাধ > রাজশাহী

ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ডিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন নগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে মো. নাসিম (২২) ও পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. শুভ (২০)। 

মামলায় গাংপাড়া এলাকার মো. হান্নানের ছেলে মো. আকাশকেও (২০) আসামি করা হয়েছে। 

নিহত কাজেম আলী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বাড়ির সামনে ছুরিকাঘাত করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত কাজেমের ছোট বোন মৌসুমী খাতুন (৩৬)। 

এজাহারে বলা হয়, আসামিরা দুপুরে বাদীর বাড়ির সামনে থাকা বরইগাছে ঢিল ছুড়ছিলেন। কাজেম এতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আসামি শুভ কাজেমের পেটে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে কাজেমের মৃত্যু হয়। 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুই আসামি তাঁদের অপরাধ স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী