হোম > অপরাধ > রাজশাহী

কলেজছাত্র রিয়াজকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁর বন্ধুরা: পুলিশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে (১৮) গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁরই বন্ধুরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার রাতে শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের সাহানকে (২০) গ্রেপ্তার দেখানো হয়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা খেত থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে বন্ধু ছিল। তাঁরা এক সঙ্গে ঘোরাফেরা করত বলে পুলিশ জানায়। গ্রেপ্তার তিন যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে রিয়াজ গ্রেপ্তার কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেওয়ায় রিয়াজের সঙ্গে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেন। এতে কাউছার ক্ষুব্ধ হয়ে অপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন। 

পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে তাঁরা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করেন। তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত