হোম > অপরাধ > রাজশাহী

কলেজছাত্র রিয়াজকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁর বন্ধুরা: পুলিশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে (১৮) গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁরই বন্ধুরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার রাতে শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের সাহানকে (২০) গ্রেপ্তার দেখানো হয়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা খেত থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে বন্ধু ছিল। তাঁরা এক সঙ্গে ঘোরাফেরা করত বলে পুলিশ জানায়। গ্রেপ্তার তিন যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে রিয়াজ গ্রেপ্তার কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেওয়ায় রিয়াজের সঙ্গে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেন। এতে কাউছার ক্ষুব্ধ হয়ে অপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন। 

পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে তাঁরা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করেন। তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার