হোম > অপরাধ > রাজশাহী

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশী গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী শফিকুল ইসলাম (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা–পুলিশ।

অভিযুক্ত শফিকুল ইসলাম ওই গ্রামের আরমান মণ্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান অভিযোগের বরাত দিয়ে বলেন, প্রতিবেশী ওই শিশু প্রায়ই শফিকুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যেতো। মঙ্গলবার সকালের দিকে ওই শিশু টিভি দেখতে যায়। ওই সময় শফিকুল ইসলাম বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে নিজ শোয়ার ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা চালান শফিকুল। ওই সময় মেয়ের খোঁজে শিশুটির মা পৌঁছে যাওয়ায় ছেড়ে দেন। পরে ওই শিশু বাড়িতে গিয়ে স্বজনদের পুরো ঘটনা জানায়।

রাকিবুল হাসান বলেন, এই ঘটনায় বুধবার রাতে তানোর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিশুর বাবা। এরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

এ দিকে ঘটনা জানাজানি হওয়ার পর ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন স্থানীয় প্রভাবশালীরা। পরে পুলিশ জেনে যাওয়ায় সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার