হোম > অপরাধ > রাজশাহী

ভোলাহাটের ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাস্সুমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। আজ রোববার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বলেন, ‘ইউএনও তাবাস্সুম ভোলাহাটে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সব প্রকল্প একাই নিয়েছেন। তিনি উপজেলা পরিষদের সমন্বয়সভায় অনুমোদন না নিয়ে রেজুলেশনে উঠিয়ে পরিষদের রাজস্ব অনিয়মের মাধ্যমে ব্যয় করেছেন।’

ইউএনওর কোয়ার্টারের ক্লোজড সার্কিট ক্যামেরা মেরামতের নামে দেড় লাখ টাকা এবং পুকুর সংস্কারের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে প্রায় ৪২ লাখ টাকা ইউএনও আত্মসাৎ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ।

ওই সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।

অভিযোগের বিষয়ে ইউএনও উম্মে তাবাস্সুম বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মনগড়া তথ্য দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো তদন্ত হোক, তখন স্পষ্ট হবে বিষয়টি।’

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে