হোম > অপরাধ > রাজশাহী

ভোলাহাটের ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাস্সুমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। আজ রোববার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বলেন, ‘ইউএনও তাবাস্সুম ভোলাহাটে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সব প্রকল্প একাই নিয়েছেন। তিনি উপজেলা পরিষদের সমন্বয়সভায় অনুমোদন না নিয়ে রেজুলেশনে উঠিয়ে পরিষদের রাজস্ব অনিয়মের মাধ্যমে ব্যয় করেছেন।’

ইউএনওর কোয়ার্টারের ক্লোজড সার্কিট ক্যামেরা মেরামতের নামে দেড় লাখ টাকা এবং পুকুর সংস্কারের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে প্রায় ৪২ লাখ টাকা ইউএনও আত্মসাৎ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ।

ওই সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।

অভিযোগের বিষয়ে ইউএনও উম্মে তাবাস্সুম বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মনগড়া তথ্য দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো তদন্ত হোক, তখন স্পষ্ট হবে বিষয়টি।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী