হোম > অপরাধ > রাজশাহী

ভোলাহাটের ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাস্সুমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। আজ রোববার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বলেন, ‘ইউএনও তাবাস্সুম ভোলাহাটে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সব প্রকল্প একাই নিয়েছেন। তিনি উপজেলা পরিষদের সমন্বয়সভায় অনুমোদন না নিয়ে রেজুলেশনে উঠিয়ে পরিষদের রাজস্ব অনিয়মের মাধ্যমে ব্যয় করেছেন।’

ইউএনওর কোয়ার্টারের ক্লোজড সার্কিট ক্যামেরা মেরামতের নামে দেড় লাখ টাকা এবং পুকুর সংস্কারের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে প্রায় ৪২ লাখ টাকা ইউএনও আত্মসাৎ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ।

ওই সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।

অভিযোগের বিষয়ে ইউএনও উম্মে তাবাস্সুম বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মনগড়া তথ্য দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো তদন্ত হোক, তখন স্পষ্ট হবে বিষয়টি।’

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা