হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মো. রূপচান রনি (৩৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেলে উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। রূপচান রনি জামিনপুর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল রোববার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রনি। ধাওয়া করে ধরার পর তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়।

রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, রনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। 

গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির করা মামলায় রূপচান রনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক