হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে ধানখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ধান খেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০মি দুরে নদীর তীরের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম ছবি খাতুন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ৩টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধান খেতে ছবির মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান। এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত নারীর স্বামী বাবলু জানান, তাঁর স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিল। টাকার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলুর ছেলে সবুজ নেশা করতেন। প্রতিনিয়ত টাকার জন‍্য মা বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো তার। এলাকাবাসীর ধারণা টাকার জন্যই ছবিকে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে থানার ওসি আতিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান এটা পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকার জন্যই এ ঘটনা ঘটেছ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। সন্দেহভাজন ছবির ছেলে সবুজকে আটক করা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার