চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড়ভাই আব্দুর রশিদকে (৬৮) হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ ঘোষণা করেন। নিহত ও দণ্ডিতরা চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম।
মামলার সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ রাস্তায় কাজ করছিলেন। এ সময় ছোট ভাই দুরুল হোদা বড় ভাইকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার দিনই নিহতের স্ত্রী জুলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।