চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে ১ কোটি ৮০ লাখ টাকার হেরোইনসহ আবদুল আলিম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মো. ফিটু আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে একটি বিশেষ দল বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আবদুল আলিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।